রাত ৯টা ২০ মি ২৮ মে, গাজী টিভি

আজকের রান্না’ অনুষ্ঠানে দীপা খন্দকার

উপস্থাপনা: চৈতি ফারহানা
প্রযোজনা: তুষার জামাল


জিটিভির নতুন ধারার রান্নার অনুষ্ঠান আহমেদ ফুড নিবেদিত ‘আজকের রান্না'র প্রতি পর্বে দু’টি করে রেসিপির রন্ধন প্রণালী দেখানো হয়। দেশের একজন স্বনামধন্য শেফ তার রান্না করে দেখান এবং গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে কোন রান্না করে দেখান একজন আমন্ত্রিত অতিথি। এছাড়া তারকাদেরকে নিয়ে 'তারকার রান্না' নামে আর একটি সেগমেন্ট থাকে। অনুষ্ঠানের 'তারকার রান্না' সিগমেন্টে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় টিভি ও মঞ্চ অভিনেত্রী দীপা খন্দকার। এবারের পর্বে দীপা খন্দকার তার পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবেন।


‘আজকের রান্না’ অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী খাবারকে প্রাধান্য দেয়া হয়। রেসিপির ক্ষেত্রে আজকের রান্নায় মৌসুম ভিত্তিক রান্না প্রাধান্য পায়। প্রতিটি রেসিপির পুষ্টি গুন বর্ণনা করার জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকেন পুস্টিবিদ তামান্না চৌধুরী ।

তুষার জামালের প্রযোজনায় চৈতি ফারহানার উপস্থাপনায় আজকের রান্না অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।

২৮ মে ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›