সন্ধ্যা ৭টা ৫০ মি, ২৮ মে, একুশে টিভি
মিডিয়া গসিপের অতিথি
সাবিনা ইয়াসমিন ও ওয়ার্দা রিহাব
উপস্থাপনা: তানভীর তারেক
প্রযোজনা: ইসরাফিল শাহীন
একুশে টেলিভিশনে নিয়মিত প্রচারিত হচ্ছে সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘মিডিয়া গসিপ’।এবারের পর্বে হট সীটের অতিথি হয়ে আসছেন জনপ্রিয় নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব এবং রোদসী প্রত্রিকার সম্পাদক সাবিনা ইয়াসমিন। বর্তমান সময়ের কোরিওগ্রাফী এবং নৃত্যশিল্পর বিভিন্ন দিক নিয়ে কথা বললেছেন আজকের হট সিটের অতিথিরা। মিডিয়া গসিপের নিয়মিত সেগমেন্ট হট সিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের।
তানভীর তারেকের উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় ‘মিডিয়া গসিপ’ অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বৃহষ্পতিবার সন্ধ্যা ৭টা ৫০মিনিটে।
সাতদিন/এমজেড