বিকেল ৫টা, ২৮ মে, আর টিভি
ভূমিকম্প সচেতনতায়
সরাসরি টিভির পর্দায় হালুম টুকটুকিরা
জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সেসামি স্ট্রিট’ এর বাংলাদেশী সংস্করণ ‘সিসিমপুর’। যার প্রধান দুই চরিত্র হালুম আর টুকটুকি, সঙ্গে রয়েছে ইকরি ও শিকু। সিসিমপুরের মজার এই চরিত্রগুলো এবার টেলিফোনের মাধ্যমে সরাসরি শিশুদের সঙ্গে কথা বলবে।
জীববৈচিত্র্য, পরিবেশ ও ভূমিকম্প সচেতনতা নিয়ে জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন অনুষ্ঠান ‘সিসিমপুর লাইভ’ শিরোনামে সিসিমপুরের সরাসরি পর্ব অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ২৮ মে বিকেল ৫ টায় আরটিভিতে।
অনুষ্ঠানে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরি, শিকু এবং অন্যান্যরা উপস্থিত থাকবে, জীববৈচিত্র্য, পরিবেশ ও ভূমিকম্প সচেতনতা নিয়ে সরাসরি টেলিফোনে কথা বলবে বাচ্চাদের সঙ্গে। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি ইফাদ এগি নুডলস এর সৌজন্যে প্রচারিত হবে ।