রাত ১১ টা ২০ মি ২৮ মে, আরটিভি
মিউজিক স্টেশনে গাইবেন
নির্ঝর আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা
শ্রোতাপ্রিয় শিল্পী নির্ঝর। এ শিল্পী এবার গাইতে আসছেন আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘মিউজিক স্টেশন’ এ । তিনি শ্রোতাদের পছন্দ সহ নিজের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে। এছাড়াও অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে শোনাবেন আবৃত্তিকার শিমুল মুস্তাফা।
নির্ঝর এ অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে দর্শকদের সঙ্গে ফোনে সরাসরি আড্ডা দিবেন। শোনাবেন দর্শকদের পছন্দের গান। কথা বলবেন বাংলা সংগীতের নানা বিষয় নিয়ে।
মিউজিক স্টেশন প্রচারিত হবে ২৮ মে বৃহস্পতিবার রাত ১১ টা ২০ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছেন শাকিলা মতিন মৃদুলা এবং প্রযোজনায় আছেন শাহ আমীর খসরু।