সন্ধ্যা ৭ টা ৩০ মি ২৮ মে, আর টিভি

আর রান্না'য় আসছেন নিশিতা বড়ুয়া

উপস্থাপনা: তুলনা আল হারুন
প্রযোজনা: শিবলী জিয়া


আর রান্না'য় আসছেন সঙ্গীত শিল্পী নিশিতা। অনুষ্ঠানে থাকবেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী এবং প্রধান শেফ হিসেবে রয়েছেন রন্ধনবিদ টনি খান। শিবলী জিয়ার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছে মডেল- অভিনেত্রী তুলনা আল হারুন। আর রান্না প্রচারিত হয় আরটিভিতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে।

নিশিতা বড়ুয়া ক্লোজআপ ওয়ান ২০০৬ এর দ্বিতীয় রানারআপ। নিশিতার জন্ম তার কুমিল্লায়। সেখানেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। শ্রাবণী হালদারের কাছে চার বছর বয়স থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত তালিম নিয়েছেন। এরপর চট্টগ্রামে ওস্তাদ মিহির লালের কাছে বেশ কয়েক বছর তালিম নেন তিনি। নিশিতা চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভারসিটি অব বাংলাদেশ হতে মার্কেটিং বিষয়ে ব্যাচেলার অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রী লাভ করেছেন। গান পরিবেশনের পাশাপাশি তিনি বর্তমানে টিভি এবং রেডিওতে উপস্থাপিকা হিসাবেও কাজ করছেন। প্লেব্যাকসহ বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন। তার প্রথম একক অ্যালবাম 'আমায় নিয়ে চল’।

২৮ মে ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›