বিকাল ৩টা ৫ মি, ২৮ মে, চ্যানেল আই
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস নিয়ে
চলচ্চিত্র: দীপু নাম্বার টু
চিত্রনাট্য ও পরিচালনা: মোরশেদুল ইসলাম
অভিনয়: অরুণ সাহা, বুলবুল আহমেদ, ববিতা
চ্যানেল আইতে প্রচারিত হবে নন্দিত কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দীপু নাম্বার টু’। ছবিতে একটি কিশোরের মনের ভেতরে চলতে থাকা টানাপোড়েন সুন্দর করে তুলে ধরা হয়েছে। বাবার ট্রানফারের চাকরি। প্রতিবছর শিশুটিকে স্কুল পরিবর্তন করতে হয়। আর যেখানেই সে যায় বন্ধু তৈরি করে ফেলে। বন্ধুদের নিয়ে নানারকম রোমাঞ্চকর কাজে অংশগ্রহণ করে। বছর শেষে বাবা যখন আবার ট্রান্সফার হয়ে যায় তখন শিশুটির বন্ধু হারানোর ভয় মনকে ক্ষত-বিক্ষত করে তোলে। আবার নতুন পরিবেশ, আবার নতুন বন্ধু। অসাধারণ একটি শিশু-কিশোর ছবি ‘দিপু নম্বর টু’।
মোরশেদুল ইসলামের চিত্রনাট্য ও পরিচালনায় এই চলচ্চিত্রে অভিনয় করেছেন অরুণ সাহা, বুলবুল আহমেদ, ববিতা, কেরামত মওলা, ডলি জহুর, আবুল খায়ের, শামসুজ্জামান খান বেনু’সহ অনেকে।
সাতদিন/এমজেড