সন্ধ্যা ৬টা ৪৫ মি, ২৮ মে, শিশু একাডেমি, ঢাকা
আন্তঃসাংস্কৃতিক নৃত্য পরিবেশনা
লুকিং ফরোয়ার্ড টু দ্য পাস্ট
পরিবেশনায়: সাধনা সাংস্কৃতিক মণ্ডল
সাধনা সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এক নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন নৃত্য-পরিচালক ডনাল্ড বায়ার্ড-এর নির্দেশনায় বিখ্যাত শিল্পী শ্যাডো মিন্ট্রনি এবং ১৭ জন শিল্পী এই আয়োজনে নৃত্য পরিবেশন করবেন। ২৮ মে, ২০১৫ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাধনা সাংস্কৃতিক মণ্ডল মিশ্র নৃত্যশৈলী নিয়ে নীরিক্ষাধর্মী নৃত্য প্রযোজনার চেষ্টা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে মার্কিন দূতাবাসের সহায়তায় ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বিনিময় প্রকল্প’ শিরোনামের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের প্রসিদ্ধ নৃত্য সংগঠন স্পেক্ট্রাম ড্যান্স থিয়েটারের পরিচালক ডনাল্ড বায়ার্ড এবং প্রখ্যাত নৃত্যশিল্পী শ্যাডো মিন্ট্রোনি এই প্রকল্পে অংশ নিচ্ছেন।
সাতদিন/এমজেড