রাত ৮টা ৪৫ মি চ্যানেল নাইন
নজরুলসঙ্গীতের অনুষ্ঠান 'গানের খেয়া'
উপস্থাপনা: তানভীর আলম সজীব
প্রযোজনা: ত্রিদিব বর্মন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন পর্যায়ের গান নিয়ে সাজানো হয়েছে 'গানের খেয়া' অনুষ্ঠান। প্রতি পর্বে একজন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী এবং তাঁর সাথে একজন নবীণ শিল্পী অংশগ্রহন করবেন। অনুষ্ঠানে মূলত দুই প্রজন্মের শিল্পীদের নজরুলের গান পরিবেশন এবং বিভিন্ন পর্যায়ের গান নিয়ে তাদের মাঝে ভাবনার আদান প্রদান হবে।
ত্রিদিব বর্মনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সংগীতশিল্পী তানভীর আলম সজীব। প্রচারিত হবে রাত ৮টা ৪৫ মিনিটে চ্যানেল নাইনে।