রাত ১১টা ৩০ মি, ৩ জুন, জিটিভি

আনন্দ ভ্রমণের বিষয়

যমুনা ফিউচার ওয়ার্ল্ড ও সাত মসজিদ


গাজি টেলিভিশনের ভ্রমণ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘আনন্দ ভ্রমণ’। অনুষ্ঠানটির এবারের পর্বে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ফিউচার ওয়ার্ল্ড নিয়ে থাকছে মূল প্রতিবেদন। এ ছাড়া থাকছে ঢাকার মোহাম্মদপুরের সাত মসজিদ নিয়ে একটি প্রতিবেদন।


বিশ্বের ৩য় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক ঢাকার বাড়িধারা এলাকার প্রগতি সরণিতে অবস্থিত। নানা ধরণের কেনাকাটার সুযোগের পাশাপাশি এখানে রয়েছে বিনোদনের ব্যবস্থা। সিনেমা হল, কার্নিভালের পাশাপাশি এই শপিং মলে রয়েছে একটি ফিউচার পার্ক। মূলত শিশুদের জন্য নির্মিত এই ফিউচার পার্কে রয়েছে প্রায় আড়াইশ ভিডিও গেমস। এ ছাড়া রয়েছে বিলিয়ার্ড খেলার ব্যবস্থা, বাম্পার কার, ড্রাংকার্ড বক্সিং’সহ বিভিন্ন ধরণের রাইড।

অপরদিকে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত মসজিদ বা সাত গম্বুজ মসজিদ একটি ঐতিহাসিক নিদর্শন। এই মসজিদটি মোগল সুবেদার শায়েস্তা খাঁর আমলে নির্মিত হয়। এটি নির্মাণ করেন শায়েস্তা খাঁর পুত্র উমিদ খাঁ।

সাতদিন/এমজেড

৩ জুন ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›