রাত ৯টা ৩০ মি, ২৯ মে, চ্যানেল নাইন

একক নাটক 'দে দৌড়'

রচনা ও পরিচালনা আশুতোষ সুজন
অভিনয়: নুরুল আলম আতিক, জয়া আহসান, মিনহাজুল ইসলাম, কচি খন্দকার, রিফাত চৌধুরী


নাসির লেখক মানুষ। বাঁধা কোন জীবনে এখনো অভ্যস্ত হতে পারেনি। উদাসীন নাসিরের নির্দিষ্ট মাসিক খরচের কোন নিশ্চয়তা নেই। নাসির যতই উদাসীন হউক না কেন-বাড়ী ভাড়া, বাজার খরচ, কাজের মানুষ, দেশের বাড়ীর খরচ ইত্যাদি কিছু খরচ মাসের প্রথমভাগেই মেটাতে হয় তাকে। সেটা যোগাতে নাসিরকে ছুটতে হয় এখানে-সেখানে।


নাসিরের ক্লান্ত ফুরসতে মনে রোমাঞ্চের রং লাগিয়ে দেয় পাশের বারান্দার জনৈক নারী। দিন কি রাত, নাসির প্রতিক্ষায় থাকে লাস্যময়ী এই নারীর। তাদের মাঝে পরিচয়-পর্ব কখনো সম্পন্ন হয় না। তবে তাদের মধ্যে চোখা-চোখি হয়। ইশারার শীষ-ভালোবাসা হয়।নাসির মরিয়া হয়ে ঘুরে বেড়ায় টাকার সন্ধানে। টেলিপ্যালেস প্রডাকশন হাউজের কাছে সে অনেকদিন আগে ছাব্বিশ পর্বের লেখা বিক্রি করেছিল। যার বেশির ভাগ টাকাই সে পায়নি এখনো। আমরা অনেক সময়ই জীবনের ভার সইতে না পেয়ে হারিয়ে যাই। আবার জীবনের গতি মেনে নিজকে সামলে নেই। দৌড়ুতে শুরু করি। এরকম কোন গল্প নিয়ে নাসিরের ঝটকা মেরে জীবনের মোড় ঘোরাবার আকুতি নাসিরের দে’দৌড়।

চ্যানেল নাইনে রাত ৯টা ৩০মিনিটে প্রচারিত হবে একক নাটক 'দে দৌড়'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আশুতোষ সুজন। অভিনয় করেছেন নুরুল আলম আতিক, জয়া আহসান, মিনহাজুল ইসলাম, কচি খন্দকার, রিফাত চৌধুরী।

২৯ মে ২০১৫

নাটক

 >  Last ›