সন্ধ্যা ৭টা, ২৯ মে, রেড শিফট কাফে, ঢাকা

ঘাসফড়িং কয়ার-এর প্রথম মঞ্চ পরিবেশনা


নতুন গঠিত গানের দল ঘাসফড়িং কয়ার-এর প্রথম মঞ্চ পরিবেশনা অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার গুলশানের রেড শিফট কাফে’তে (রেডিয়াস সেন্টার, বে’স গ্যালারি, ৫৭ গুলশান)। ২০১৫ সালের জানুয়ারিত গানের দলটি প্রতিষ্ঠিত হয়। দলটির সদস্যদের মধ্যে আছেন আশনা, আরিবা, লামিয়া, সাদিয়া, সামিরা, রাশনাফ, উল্লাস এবং আরমিন। দলটি ঐতিহ্যবাহী বাংলা গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করে থাকে।


দলটি সাধারণত দলীয়ভাবে কন্ঠসংগীত পরিবেশন করে। তাদেরকে সহযোগীতা করতে গিটারে থাকছেন মইনাক, বেজ-এ আশরাফ এবং ড্রামস-এ থাকছেন শিহাব। পুরো আয়োজনটির পরিচালনায় থাকছেন আরমিন। ৬০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

সাতদিন/এমজেড

২৯ মে ২০১৫

প্রদর্শনী

 >  Last ›