রাত ১১টা, ২৯ মে, সকাল ৮টা ১৫মি, ৩০ মে, বৈশাখী টিভি
সময় কাটুক গানে গানে'র শিল্পী
শফি মন্ডল ও সালমা
বৈশাখী টিভিতে রাত ১১টায় রয়েছে সরাসরি সংগীতানুষ্ঠান 'সময় কাটুক গানে গানে'। এ অনুষ্ঠানে সাধারণত জনপ্রিয় এবং প্রথিতযশা শিল্পীরা অংশগ্রহণ করেন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এ ছাড়া এসএমএসের মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন। 'সময় কাটুক গানে গানে'র আজকের পর্বে গান পরিবেশন করবেন শফি মন্ডল ও সালমা. অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতা পছন্দের গানগুলো গেয়ে শোনাবেন দুই শিল্পী।রবিউল হাসান সুজনের প্রযোজনায় 'সময় কাটুক গানে গানে' উপস্থাপনা করেছেন শ্রাবণ্য তৌহিদা।