সকাল ১১ টা, ৫ জুন, বৈশাখী টিভি
একক নাটক : খুন এবং অতঃপর
রচনা: তানজিমুল নয়ন
পরিচালনা: খান মোহাম্মদ বদরুদ্দীন
অভিনয়: শামসুল আলম বকুল, খাইরুল ইসলাম পাখী, তপন হাফিজ, মৌসুমী হামিদ, নাঈম, কল্যাণ, সাঈদ বাবু, মাহমুদুল ইসলাম মিঠু
হ্যামলেট নাটকের মহড়া নিয়ে ব্যস্ত রয়েছে নাট্যদল ‘মঞ্চকর্মী’। এ দলেরই নাট্যকর্মী রাজ, জুবায়ের এবং তনিমা। জুবায়ের উচ্চবিত্ত পরিবারের সন্তান হওয়ায় সবার সঙ্গে সামাজিক অবস্থানগত দুরুত্ব রেখে চলতে পছন্দ করে। কিন্তু জুবায়েরের চাইতেও প্রভাবশালী পরিবারের মেয়ে হয়েও তনিমা সবার সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই মিশে।
একই নাট্যদলে কাজ করলেও জুবায়েরকে একদমই পছন্দ করে না রাজ। জুবায়েরের আচরণে বিরক্ত হয়ে মাঝে মাঝে ভাবে তাকে খুন করবে। হ্যামলেট নাটকের কারিগড়ি মহড়ার দিন সত্যিই খুন হয় জুবায়ের।
মহড়ায় রাজের হাতে কিভাবে যেন চলে আসে সত্যিকারের পিস্তল। রাজ দাবী করে জুবায়েরকে সে খুন করেনি। পুলিশ এসে ধরে নিয়ে যায় রাজকে। এদিকে তনিমার বাবাকে কারা যেন অপহরণ করেছে। ভীষণভাবে ভেঙে পড়ে তনিমা. একটি মঞ্চনাটকের দলকে ঘিরে এমন টানটান উত্তেজনার গল্প নিয়েই খান মোহাম্মদ বদরুদ্দীনের পরিচালিনায় নির্মিত হয়েছে নাটক ‘খুন ও অত:পর’।
তানজিমুল নয়নের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন শামসুল আলম বকুল, খাইরুল ইসলাম পাখী, তপন হাফিজ, মৌসুমী হামিদ, নাঈম, কল্যাণ, সাঈদ বাবু, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।