দুপুর ২টা ৩০ মি, ২৯ মে, মাছরাঙা টিভি
ইচ্ছে গানের দুপুরে ব্যান্ড আর্ক
উপস্থাপনা: দিঠি আনোয়ার
প্রযোজনা: অজয় পোদ্দার
ফোনো লাইভ কনসার্ট ‘ইচ্ছে গানের দুপুর’-এ গান করবে জনপ্রিয় জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’। দুই ঘণ্টার এ অনুষ্ঠানে নিজেদের পছন্দের বেশ কিছু গান পরিবেশন করবেন তাঁরা। সেই সাথে টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন।
৯০-এর দশকে রক ব্যান্ড ‘আর্ক’ প্রতিষ্ঠা করেন আশিকুজ্জামান টুলু। ১৯৯৬ সালে কন্ঠশিল্পী হাসান এই ব্যান্ড-এ যোগ দেন। এরপর ব্যান্ডটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কন্ঠশিল্পী দিঠি আনোয়ার। অজয় পোদ্দারের প্রযোজনায় ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানটি প্রতি শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়।
সাতদিন/এমজেড