দুপুর ১২টা ১৫ মি, ৩০ মে, মাছরাঙা টিভি

এক বিরতির টেলিফিল্ম

র‌্যান্ডম ফিকশন

পরিচালনা: গোলাম মুক্তাদির
অভিনয়: সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার, ফারহানা মিলি


মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে পন্ডস নিবেদিত এক বিরতির টেলিফিল্ম ‘র‌্যান্ডম ফিকশন’। গোলাম মুক্তাদিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার, ফারহানা মিলি, নাদিয়া, সিদ্দিক, সুমন আনোয়ার প্রমুখ।

নাটকে অনেকদিন পর তিনজন খ্যাতনামা টিভি নাট্যনির্মাতা বন্ধু সুমন আনোয়ার, গোলাম সোহরাব দোদুল ও বদরম্নল আনাম সেনদ একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। আড্ডা, গান ইত্যাদির মধ্যদিয়ে যখন তারা একে অপরকে প্রশ্ন করছে কীভাবে নাটকের থিম মাথায় আসে, ঠিক তখনই এক তরুণ্যের রহস্যময় দেনড় তাদের প্রত্যেকের ভাবনাকে গভীরভাবে আচ্ছন্ন করে। তিনজনই এই দেনড়টির সূত্র ধরে তিনটি গল্প বা আইডিয়া ভেবে বসে।

সাতদিন/এমজেড

৩০ মে ২০১৫

নাটক

 >  Last ›