রাত ৯টা, ৩০ মে, এন টিভি

একক নাটক: কাঠ গোলাপের শূন্যতা

রচনা: শফিকুর রহমান শান্তনু
পরিচালনা: মিনহাজুল ইসলাম অভি
অভিনয়: রিয়াজ, ইশানা, মাহমুদুল ইসলাম মিঠু, লিনা আহমেদ, অভি


রাতে রেল স্টেশনে ঘটনাচক্রে অর্পার সাথে কাজলের পরিচয়। অর্পা বাড়ি থেকে পালিয়েছে। কথা ছিল, তার বয়ফ্রেন্ড তাকে এখানে নিতে আসবে। কিন্তু ছেলেটাও আর আসেনা। বাসায় ফিরে যাওয়ার কোন মুখ নেই তার। কাজল তাকে সাহায্য করতে চায়। কিন্তু অচেনা এক যুবককে কেন বিশ্বাস করবে অর্পা? ঘটনাক্রমে অর্পা কাজলের বাসাতেই আশ্রয় পায়। অর্পা যতটা বদরাগি কাজল ততটাই শান্ত। ধীরে ধীরে হয় তাদের বন্ধুত্বের সম্পর্ক হতে থাকে। কাজল একদিন কৌশলে অর্পার বাসার ঠিকানা নিয়ে অর্পার বাবার সাথে গোপনে দেখা করে। অর্পার বাবাকে বোঝায়, মেয়ের ভুলকে মাফ করে দেয়ার জন্য। অর্পাকে পরিবারের হাতে তুলে দিয়ে চলে যায় কাজল। অনেকদিন পর অর্পা আজ নতুন করে খুঁজতে শুরু করে কাজলকে।


এনটিভিতে রাত ৯টায় প্রচার হবে একক নাটক ‘কাঠ গোলাপের শূণ্যতা’। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিনহাজুল ইসলাম অভি। অভিনয় করেছেন- রিয়াজ, ইশানা, মাহমুদুল ইসলাম মিঠু, লিনা আহমেদ, অভি প্রমূখ।

৩০ মে ২০১৫

নাটক

 >  Last ›