রাত ১২টা ২ মি, ৩০ মে, মাছরাঙা টেলিভিশন

তোমাকে অভিবাদন-এর অতিথি

লে. জে. (অব) হারুন অর রশিদ, বীর প্রতীক

উপস্থাপনা: মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক
প্রযোজনা: ফয়েজ রেজা


খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘তোমাকে অভিবাদন’। বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ওয়াকার হাসান বীর প্রতীক-এর উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রতি পর্বে একজন বীর মুক্তিযোদ্ধা অংশ নিয়ে থাকেন। তিনি উপস্থাপকের সাথে আলাপের মাধ্যমে তুলে ধরেন তাঁর স্মৃতিময় অতিতের কথা ও নানান ভাবনা। এবারের পর্বে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা লে. জে. (অব) এম. হারুন অর রশিদ, বীর প্রতীক।


এম. হারুন অর রশিদ-এর পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার হাটাজারী উপজেলার কাটিরহাট গ্রামে। ১৯৭১ সালে তিনি সেনাবাহিনীর ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ৪র্থ ইস্ট বেঙ্গলের সদস্যরা শাফায়াত জামিলের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন। সেই বিদ্রোহে হারুন অর রশিদ অনন্য ভূমিকা পালন করেন। স্বাধীন বাংলাদেশে ২০০০ সালে তিনি জেনারেল পদে উন্নীত হয়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। অবসর গ্রহণের পর তিনি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ফয়েজ রেজার প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শনিবার রাত ১২টা ২ মিনিটে।

সাতদিন/এমজেড

৩০ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›