সন্ধ্যা ৬টা ৩০ মি, ৩০ মে, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
ফেরদৌস আরা’র একক সংগীতসন্ধ্যা
ঢাকার গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (বাড়ি-৩৫, রোড-২৪, গুলশান-১) অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরা’র একক সংগীতানুষ্ঠান। ৩০ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য এই আয়োজন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পী ফেরদৌস আরা দীর্ঘদিন ধরে নজরুল সঙ্গীত চর্চা করে আসছেন। ১৯৭৩ ও ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করে যাচ্ছেন। ১৯৯৯ সালে ফিরোজা বেগমের পর তিনিই প্রথম এইচএমভি থেকে নজরুল সঙ্গীতের পূর্ণ অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশে নজরুলসংগীতের প্রথম মিউজিক ভিডিও তাঁর হাত ধরেই প্রকাশিত হয়।
সাতদিন/এমজেড