বিকেল ৪টা, ২ জুন, চ্যানেল নাইন
প্রীতি ফুটবল ম্যাচ
বাংলাদেশ বনাম আফগানিস্থান (সরাসরি)
ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে সিঙ্গাপুর ও আফগানিস্তান জাতীয় ফুটবল দল। ২ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ বনাম আফগানিস্থানের খেলাটি। আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বিকেল ৪ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন। উল্লেখ্য গত ৩০ মে সিঙ্গাপুরের বিপক্ষে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে সিঙ্গাপুর।
দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য টিকেটের মূল্যও ইতিমধ্যে নির্ধারণ করেছে বাফুফে। গ্যালারির টিকেটের মূল্য ৫০ ও ভিআইপি টিকিটের মূল্য ১০০ টাকা নির্ধারণ করা করা হয়েছে। ম্যাচের টিকেট বাফুফের অফিস গেইট এবং স্টেডিয়াম এলাকা থেকে সংগ্রহ করা
এছাড়া অনলাইনে www.imdhaka.com, www.ticketchai.com থেকে টিকেট কাটা যাবে তাছাড়া বিকাশে কেউ টিকেট কিনতে চাইলে ০১৭৭৫৮৮৭৭৪৪ নম্বর ব্যাবহার করেও কিনতে পারবে।