রাত ৮টা ১৫ মি,২৯ মে, দেশ টিভি

ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে

সঙ্গীতশিল্পী রবি চৌধুরী

উপস্থাপনা: আলপনা হাবীব


দেশ টিভির সাপ্তাহিক রান্নার অনুষ্ঠান ট্রিক্স রান্নাঘর অতিথির সাথে' অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন সঙ্গীতশিল্পী রবি চৌধুরী। উপস্থাপনায় করেছেন রন্ধনবিদ আলপনা হাবীব। দেশটিভিতে দেশি, বিদেশি, ঐতিহ্যবাহী রেসিপির রান্না নিয়ে এ অনুষ্ঠানটি প্রচারিত হবে শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে।


আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরী। এ পর্যন্ত প্রায় ৬১ টির মত অ্যালবাম প্রকাশ করেছেন। আধুনিক প্রযুক্তির নিজস্ব স্টুডিও রিমঝিম পরিচালনা করেন তিনি।

২৯ মে ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›