রাত ১১টা, ৩০ মে, এসএ টিভি
গহীনের গানে মনির খান
প্রযোজনা: কামরুজ্জামান রঞ্জু
৯০-এর দশকের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী মনির খান আসছেন এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘গহীনের গান’-এর অতিথি হয়ে। তাঁর সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত ওস্তাদ রেজা খসরুর কাছে। পরবর্তীতে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা, খন্দকার এনায়েত হোসেনসহ আরও কয়েকজন ওস্তাদের কাছে তিনি গানের তালিম নিয়েছেন। বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন ১৯৮৮ সাল থেকে কালিগঞ্জ গুঞ্জন শিল্পীগোষ্ঠি একাডেমীতে ১৫ দিন পর পর এসে গান শেখাতেন। সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত ওস্তাদ খন্দকার এনায়েত হোসেনের কাছেই।
১৯৮৯ সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯১ সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে গান করেন। ১৯৯১ সালের ৫ সেপ্টেম্বর এখান থেকে এন. ও. সি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন।
‘গহীনের গান’ অনুষ্ঠানটি প্রতি শনিবার রাত ১১টায় এসএ টিভিতে প্রচারিত হয়ে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকরা তাঁদের পছন্দের গানের অনুরধ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে সরাসরি শিল্পীর সাথে কথা বলতে পারবেন। দর্শকরা যার যার স্কাইপি একাউন্ট থেকে musicsatv-তে সরাসরি কল করতে পারবেন। এছাড়াও শিল্পীর সাথে কথা বলার জন্য ৯৮৯৫০৭১, ৯৮৯৫২৬৬, ৯৮৯৫৪১৭ এবং ৯৮৯৬৩৭৯ নম্বরে কল করা যাবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কামরুজ্জামান রঞ্জু।
সাতদিন/এমজেড