বিকাল ৫টা ৩০ মি, ৩০ মে, এসএ টিভি
বেলাশেষে’র অতিথি
শহীদুল্লাহ ফরায়জী
প্রযোজনা: কাজী চপল
হাছন রাজা, লালন ফকির, আবদুল করিমের মতো অনেকের হাতে প্রাণ পাওয়া দর্শন নির্ভর আধ্যাত্মিক ও দেহতাত্ত্বিক গানের ধারাটাকে আধুনিকায়ন করে গানের কথায় নতুনত্ব এনেছেন শহীদুল্লাহ ফরায়জী। এ ছাড়া তাঁর লেখা অসংখ্য গান চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে এবং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তিনি ১৯৫৮ সালে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে এসএ টেলিভিশনে।
সাতদিন/এমজেড