প্রথম বিশ্বযুদ্ধের চলচ্চিত্র

দ্য ওয়াটার ডিভাইনার

পরিচালনা: রাসেল ক্রো
অভিনয়: রাসেল ক্রো, ওলগা কারিলেঙ্কো, জেয় কোর্টনি


অস্ট্রেলিয়ার এক কৃষককে ঘিরে আবর্তিত হয় চলচ্চিত্র ‘দ্য ওয়াটার ডিভাইনার’-এর কাহিনী। তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। কৃষক জেসুয়া কনোর-এর তিন ছেলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সেনা বাহিনীতে যোগ দিয়েছে। শোনা যায় তুরস্কের কাছে গ্যলিপলি যুদ্ধে তারা তিনজন নিখোঁজ হয়েছে। তিন সন্তানকে হারানোর শোক সইতে না পেরে তার স্ত্রী আত্মহত্যা করে। এ ঘটনার পর জসুয়া তুরস্কে যায় তার সন্তানদের খুঁজতে। সেখানে আয়শে নামের এক মেয়ের হোটেলে আশ্রয় নেয় এবং তার অনুসন্ধান চালাতে থাকে। এভাবে এক মমর্মান্তিক সত্যের দিকে এগিয়ে যায় জসুয়া।


রাসেল ক্রো পরিচালিত অস্ট্রেলীয় এই চলচ্চিত্রটি ২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায়। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রাসেল ক্রো নিজেই। এ ছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন ওলগা কারিলেঙ্কো, জায় কোর্টনি, চেম ইলমিজ, ইলমাজ এর্ডোগান প্রমূখ।

প্রদর্শনীর সূচি:

স্টার সিনেপ্লেক্স- দুপুর ১:৪৫

যোগাযোগ:

স্টার সিনেপ্লেক্স

ফোন নাম্বার: ৯১৩৮২৬০, ৯১৩৪০৯৮, ৯১৪০৮১৯
ই-মেইল: customerservices@cineplexbd.com

সাতদিন/এমজেড

৬ জুন ২০১৫

মুভি

 >  Last ›