রাত ৮টা, ৩১ মে, মোহনা টিভি

‘ভালো আছি ভালো থেকো’র অতিথি

জয়ন্ত চট্টপাধ্যায়

উপস্থাপনা: তন্ময়া তানিয়া
প্রযোজনা: নজরুল ইসলাম আকাশ


মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘ভালো আছি ভালো থেকো’র অতিথি হিসেবে থাকছেন গুণী অভিনয়শিল্পী জয়ন্ত চট্টপাধ্যায়। খুলনার সাতক্ষিরায় জন্মগ্রহণ করা এই শিল্পী এমন এক পারিবারিক পরিবেশে যেখানে গানবাজনা আর অভিনয় ছিল আলোবাতাসের মতোই। তার বাবা ভালো আবৃত্তি আর পাঠ করতেন, বাড়িতে ছিল নিজস্ব থিয়েটারের দল। কলেজে পড়ার সময় থেকে তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। সেই সাথে গান ও আবৃত্তির চর্চা করেছেন তিনি। তিনি এখন ছোট ও বড় পর্দায় দারুন ব্যস্ত অভিনেতা। ‘কিত্তনখোলা’, ‘মাটির ময়না’, ‘রানওয়ে’, ‘মেঘমাল্লার’, ‘সুতপার ঠিকানা’র মত দেশে বিদেশে প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি সুনাম কুড়িয়েছেন।


নজরুল ইসলাম আকাশের প্রযোজনায় ও তন্ময়া তানিয়ার উপস্থাপনায় সপ্তাহের প্রতি শনি থেকে সোমবার নিয়মিত ভাবে মোহনা টিভিতে সরাসরি সম্প্রচারিত হয় ‘ভালো আছি ভালো থেকো’। অনুষ্ঠানে একজন জনপ্রিয় সেলিব্রেটিকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হয়। অনুষ্ঠানে গল্প, আড্ডা, অতিথি জীবনের জানা অজানা নানা বিষয়ে আলাপ হয়।

সাতদিন/এমজেড

৩১ মে ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›