সকাল ১০টা ২০ মি, ৩১ মে, বৈশাখী টিভি
আলাপ’এর অতিথি
আরমান পারভেজ মুরাদ
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের তুখোড় অভিনেতা আরমান পারভেজ মুরাদ বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’এর অতিথি হিসেবে থাকছেন। ১৯৮৯ সালে মঞ্চে অভিনয়ের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু হয়। তিনি টিভি নাটকে প্রথম অভিনয় করেন ১৯৯৭ সালে। চলচ্চিত্রে অভিনয় করেও মুরাদ দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। ‘ব্যাচেলর’, ‘খেলাঘর’, ‘প্রিয়তমেষু’, ‘রাবেয়া’ ‘ঘানি’ ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপা’ অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার থেকে বৃহষ্পতিবার। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা।
সাতদিন/এমজেড