সকাল ৭টা ৩০ মি ৩১ মে, এটিএন বাংলা
তাজা চায়ের চুমুকে'র অতিথি
সংগীতশিল্পী পূজা
উপস্থাপনা: কবীর তিথী এবং ইমতু
পরিচালনা: মোশতাক হোসেন মাশুক
এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’র অতিথি হিসেবে থাকছেন কন্ঠশিল্পী পূজা। তাঁর পুরো নাম বাঁধন সরকার পূজা। ২০০৯ সালে পূজার প্রথম একক অ্যালবাম ‘প্রজাপতি মন’ প্রকাশিত হয়। ২০১২ সালে নিজ নামে তাঁর দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন পূজা। তাঁর তৃতীয় অ্যালবাম ‘পূজা রিটার্নস’ বাজারে আসে ২০১৪ সালে।
মোশতাক হোসেন মাশুকের প্রযোজনায় ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হয় প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কবীর তিথী এবং ইমতু।
সাতদিন/এমজেড