রাত ৯টা ৫০ মি, ৩১ মে, আরটিভি
ধ্রুপদী কাহিনীর অতিথি
সংগীতশিল্পী ফেরদৌস আরা
উপস্থাপনা ও পরিচালনা: শান্তা ইসলাম
শিল্পী ফেরদৌস আরা দীর্ঘদিন ধরে নজরুল সঙ্গীত চর্চা করে আসছেন। ১৯৭৩ ও ১৯৭৪ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করে যাচ্ছেন। ১৯৯৯ সালে ফিরোজা বেগমের পর তিনিই প্রথম এইচএমভি থেকে নজরুল সঙ্গীতের পূর্ণ অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়া বাংলাদেশে নজরুলসংগীতের প্রথম মিউজিক ভিডিও তাঁর হাত ধরেই প্রকাশিত হয়।
ফেরদৌস আরা আসছেন আরটিভি’র সেলিব্রাটি আড্ডার অনুষ্ঠান ‘ধ্রুপদী কাহিনী’র অতিথি হয়ে। প্রখ্যাত অভিনেত্রী শান্তা ইসলামের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হয় প্রতি রবিবার রাত ৯টা ৫০ মিনিটে।