সকাল ১০টা ৩০ মি, ১৮ আগস্ট, জিটিভি

বাংলা চলচ্চিত্র

হাসন রাজা

পরিচালনা: চাষী নজরুল ইসলাম
অভিনয়: ববিতা, হেলাল খান, শমী কায়সার

মরমী কবি হাসন রাজা’র জীবন ভিত্তিক চলচ্চিত্র ‘হাসনরাজা’। চলচ্চিত্রটির কাহিনী বিন্যাস, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নাট্য ব্যক্তিত্ব মমতাজউদ্দীন আহমেদ। চাষী নজরুল ইসলামের পরিচালনায় এই চলচ্চিত্রে হাসন রাজার ভূমিকায় অভিনয় করেছেন হেললা খান। অন্যান্য ভূমিকায় রয়েছেন শমী কায়সার, শিমলা, মুক্তি’সহ আরও অনেকে। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন প্রখ্যাত সুরকার সুজেয় শ্যাম।

সাতদিন/এমজেড

১৮ আগস্ট ২০১৫

মুভি

 >  Last ›