সকাল ৭টা ৩০ মি, ১ জুন, চ্যানেল আই
গানে গানে সকাল শুরু’র অতিথি
শিল্পী সুস্মিতা আনিস
প্রযোজনা: ইফতেখার মুনিম
চ্যানেল আই-এর গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’র এবারের পর্বের অতিথি সুস্মিতা আনিস। নজরুলগীতির এই শিল্পী তাঁর ফুফু প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী ফিরোজা বেগমের কাছে তালিম নিয়েছেন। ‘গানে গানে সকাল শুরু’র এবারের পর্বটি তিনি ফিরোজা বেগমকে উৎসর্গ করছেন। অনুষ্ঠানে তাঁর সাথে তবলায় সঙ্গত করবেন সৈয়দ মেহের।
উল্লেখ্য, প্রয়াত ফিরোজা বেগমকে ভারতের পশ্চিমবঙ্গ সরকার মরণোত্তর ‘বঙ্গবিভূষণ’ পদকে ভূষিত করেছে। ফিরোজা বেগমের পক্ষে ২০ মে এই পদক গ্রহণ করেন শিল্পী সুস্মিতা আনিস। কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুস্মিতার হাতে এই পদক তুলে দেন।
ইফতেখার মুনিমের প্রযোজনায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানের এই পর্বটি চ্যানেল আই’তে প্রচারিত হয় ১ জুন সকাল ৭টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড