সন্ধ্যা ৭টা ৪৫ মি, ১ জুন, দেশটিভি
‘সিনেমা এক্সপ্রেস’-এ মৌমিতা মৌ
উপস্থাপনা: আমব্রিন
প্রযোজনা: রেজওয়ানুল কবির মাসুম
২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকব চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মৌমিতা মৌ। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন শুভ। এর পরে রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার সিনেমায় অভিনয় করে চলচ্চিত্রে সাড়া ফেলেন মৌ। এ সিনেমায় মৌমিতার বিপরীতে অভিনয় করেন সাইমন সাদিক।
২৫ মে থেকে শুরু হয়েছে মৌ অভিনিত চলচ্চিত্র 'শোধ প্রতিশোধ' এর শুটিং । ফিরোজ খান প্রিন্সের পরিচালনায় সিনেমাটিতে মৌমিতার বিপরীতে রয়েছেন কাজী মারুফ।
এ ছাড়াও সায়মন তারিক পরিচালিত মাটির পরী, শামীমুল ইসলাম শামীমের একমুঠো স্বপ্ন, নয়ন মাহমুদ পরিচালিত সোনার পুতুল, আক্তারুল আলম টিনুর ফ্রেন্ডস ফর এভার সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আমব্রিন এর উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রেজওয়ানুল কবির মাসুম।