রাত ৮টা ৩০ মি, ১৫ জুন, চ্যানেল নাইন
উন্নত মম শির’এর অতিথি
কন্ঠশিল্পী যোসেফ কোমল রড্রিক ও আবৃত্তিশিল্পী ফয়সাল আজিজ
জাতীয় কবি কাজি নজরুল ইসলামের গান, কবিতা ও গানের দর্শন নিয়ে আলোচনা মূলক ধারাবাহিক অনুষ্ঠান ‘উন্নত মম শির’। চ্যানেল নাইনে ২৫ মে কবি কাজি নজরুল ইসলামের জন্ম বার্ষিকী থেকে প্রতিরবিবার রাত ৮টা ৩০মিনিটে প্রচারিত হবে ‘উন্নত মম শির’।
জাতীয় কবি কাজি নজরুল ইসলামের রয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকের গান। যারমধ্যে উল্লেখযোগ্য-রাগাশ্রীত, বিদ্রেহী, শ্যামা সঙ্গীত, প্রেমের গান প্রর্ভতি। এইসব গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় নজরুল শিল্পীরা। আজকের অতিথি কন্ঠশিল্পী যোসেফ কোমল রড্রিক ও আবৃত্তিশিল্পী ফয়সাল আজিজ। তাদের উপস্থাপিত গানের দর্শন নিয়ে আলোচনা করা হবে। কখনও কখনও নজরুলের কবিতা আবৃত্তি করা হবে। আবার কখনও নজরুলকে নিয়ে প্রামাণ্যচিত্রও উপস্থাপন করা হবে।
রুহুল তাপসের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জেহাদ উদ্দিন।
সাতদিন/এমজেড