সন্ধ্যা ৬টা, ১ জুন, একুশে টিভি

একুশের সৃজনশীল সন্ধ্যার অতিথি

শওকত আলী ইমন

প্রযোজনা: শাওন রায় চৌধুরী


একুশে টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘একুশের সৃজনশীল সন্ধ্যা’র এবারের পর্বে অতিথি হয়ে আসছেন প্রখ্যাত সুরকার ও সংগীতপরিচালক শওকত আলী ইমন। তিনি ১৯৯৬ সালে রুটি ছবির মাধ্যমে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। কলকাতায়ও বেশ কিচু চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার’সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। উল্লেখ্য, ইমন গায়িকা রেবেকা সুলতানা ও আবিদা সুলতানার ভাই।


‘একুশের সৃজনশীল সন্ধ্যা’ অনুষ্ঠানটি শাওন রায় চৌধুরীর প্রযোজনায় একুশে টেলিভিশনে প্রচারিত হয় প্রতি সোমবার সন্ধ্যা ৬টায়।

সাতদিন/এমজেড

১ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›