সকাল ৭টা ৩০ মি ২ জুন, এটিএন বাংলা

তাজা চায়ের চুমুকে'র অতিথি

উপস্থাপক, লেখক ও গীতিকার ইকবাল খন্দকার

উপস্থাপনা: কবীর তিথী এবং ইমতু
পরিচালনা: মোশতাক হোসেন মাশুক


এটিএন বাংলার নিয়মিত প্রভাতী অনুষ্ঠান তাজা চায়ের চুমুকে’-র আজকের অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টিভি উপস্থাপক, লেখক ও গীতিকার ইকবাল খন্দকার। মোশতাক হোসেন মাশুক প্রযোজিত এই অনুষ্ঠানে তিনি কথা বলবেন তার উপস্থাপনা,সঙ্গীত রচনা, নিজের লেখা বই সম্পর্কে, জানাবেন পেশাগত ও ব্যক্তিগত জীবনের ভাললাগা, সফলতা, ব্যার্থতার কথা। উল্লেখ্য ২০১৫ সালের বই মেলায় প্রকাশিত হয়েছে ইকবাল খন্দকারের লেখা ৮টি নতুন বই।


এছাড়া 'তাজা চায়ের চুমুকে' প্রতিটি পর্বে তুলে ধরা হয় গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। অনুষ্ঠানে আরও থাকে সেদিন সম্পর্কে জানা অজানা নানান তথ্য, জন্মগ্রহণকারিদের তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, বাংলার গান, শিল্প-সাহিত্যের খবরাখবর ইত্যাদি।

কবীর তিথী এবং ইমতুর উপস্থাপনায় ‘তাজা চায়ের চুমুকে’ এটিএন বাংলায় প্রচার হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

২ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›