রাত ১১টা ২৫ মি, ২ জুন, বাংলাভিশন
শবে বরাতের অনুষ্ঠান
মুবারক এই রজনী
অতিথি: ড. এম শমশের আলী ও মাওলানা রুহুল আমীন খান
উপস্থাপনা: ড. মুহাম্মদ আব্দুর রশীদ
প্রযোজনা: তারেক আখন্দ
শব-ই-বরাত উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘মুবারক এই রজনী’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানে শব-ই-বরাতের তাৎপর্য, মহিমা ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম শমশের আলী, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ এবং মাওলানা রুহুল আমীন খান, নির্বাহী সম্পাদক, দৈনিক ইনকিলাব, খতিব, মহাখালী গাউসুল আজম জামে মসজিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ-এর উপস্থাপনা ও তারেক আখন্দ-এর প্রযোজনায় ‘মুবারক এই রজনী’ বাংলাভিশনে প্রচারিত হবে ২ জুন, মঙ্গলবার রাত ১১টা ২৫ মিনিটে।
সাতদিন/এমজেড