সকাল ১০টা ২০ মি, ৩ জুন, বৈশাখী টিভি
আলাপ’এর অতিথি
সংগীতশিল্পী তপু
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা
২০০৪ সালে তপু তার ব্যান্ডের হয়ে 'এক পায়ে নূপুর তোমার অন্য পা খালি' গানটি গেয়ে জনসম্মুখে আসেন। যা মিশ্র অ্যালবাম 'স্বপ্নচূড়া'তেই প্রকাশিত হয়েছিল। এরপর ২০০৫ সালে 'স্বপ্নচূড়া-২' অ্যালবামে 'গোপন কথা' শীর্ষক গানটি গান তিনি। মাঝখানে ব্যস্ততার কারণে 'স্বপ্নচূড়া-৩' অ্যালবামে অংশগ্রহণ করতে পারেননি। তবে সম্প্রতি 'স্বপ্নচূড়া-৪'-এ 'ওরা বদলে গেছে' গানটিতে কণ্ঠ দিয়েছেন তপু। তিনি আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আনুষ্ঠান ‘আলাপ’এর অতিথি হয়ে।
পলাশ মাহবুবের প্রযোজনায় আড্ডার আনুষ্ঠান ‘আলাপ’ বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় প্রতি সপ্তাহের রবি থেকে বৃহষ্পতিবার। অনুষ্ঠানটি সঞ্চালনা করে থাকেন শান্তা।
সাতদিন/এমজেড