বিকাল ৩টা ৫ মি, ৪ জুন, চ্যানেল আই
রবি এ সপ্তাহের ছবি
আয়না
কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা: কবরী সারোয়ার
অভিনয়: ফেরদৌস, সোহানা সাবা, কবরী সরোয়ার, এটিএম শামসুজ্জামান
প্রবীণ অভিনেত্রী কবরী সরোয়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায় ২০০৬ সালে। চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। এতে অভিনয় করেছেন ফেরদৌস, সোহানা সাবা, কবরী সরোয়ার, এটিএম শামসুজ্জামান, সুভাষ দত্ত’সহ আরও অনেকে। এটি গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত রোমান্টিক ঘরানার চলচ্চিত্র।
সাতদিন/এমজেড