রাত ১০ টার ইংরেজি সংবাদের পর, ৪ জুন, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড
কাটুক সময় গানে গানের অতিথি
মনির হোসেনের গান
গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনা: শেখ মিলন
প্রযোজনা: সাহারিয়ার মোহাম্মদ হাসান
বৃহস্পতিবার রাত ১০ টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এ যৌথ ভাবে প্রচারিত হবে শেখ মিলনের গ্রন্থনা পরিকল্পনা ও উপস্থাপনায় সঙ্গীতানুষ্ঠান ‘কাটুক সময় গানে গানে’। অনুষ্ঠানে শিল্পী মোঃ মনির হোসেন তার নিজের লেখা ও সুর করা একটি গান পরিবেশন করবেন। ‘ও বন্ধুরে আয়না সময় করে’ শিরোনামের গানটি সঙ্গীতায়জন করেছেন মঞ্জুর বাবু। মনির হোসেন গানটি তার সকল বন্ধুদের উৎসর্গ করেছেন। আগামী রমজানের ঈদে সিডি চয়েজ এর ব্যানারে গানটি বাজারে আসবে। এ ছাড়াও এই অনুষ্ঠানে গান করেছেন- মাধূর্য শামীমা,আসীফ তুহীন, সোমা হক, সোহেল মেহেদী, মহুয়া লিপি ও লুবনা। অনুষ্ঠানটি প্রযোজনায় করেছেন সাহারিয়ার মোহাম্মদ হাসান।
উল্লেখ্য শিল্পী মনির হোসেন ২০০৫ নিয়মিত ভাবে গানের সাথে যুক্ত রেখেছেন নিজেকে। এরই ধারাবাহিকতায় ২০০৬ সালে বাংলাদেশ বেতার এবং ২০১৩ সাথে বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হবার যোগ্যতা অর্জন করেন।