সন্ধ্যা ৭টা, ৪ জুন, নওয়াব আলী চৌধুরী সিনেট বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়

নীরদ সি চৌধুরী স্মরণ বক্তৃতা


ইউনিভার্সিটি রিডিং ক্লাব-এর উদ্যোগে ‘দ্য মোস্ট মিসআন্ডারস্টুড বেঙ্গলি ইন্টেলকচুয়্যাল’ শিরোনামে নীরদ চন্দ্র চৌধুরী স্মরণ বক্তৃতা’র আয়োজন করা হয়েছে। এই আয়োজনে বক্তব্য রাখবেন লেখক আরিফ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি রিডিং ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট বিল্ডিংয়ে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে ৪ জুন সন্ধ্যা ৭টায়। ঢাকা ইউনিভার্সিটি রিডিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এটি ১৭৬তম পাবলিক লেকচার।


মননশীল লেখক ও চিন্তাবিদ নীরদচন্দ্র চৌধুরী’র জন্ম ১৮৯৭ সালে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিনে স্কটিশ চার্চ কলেজ হতে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। এখানেই তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে।

নীরদ চৌধুরী ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীর হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরীর পাশাপাশি তিনি বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করতেন। কিছুদিনের মধ্যেই তিনি এই চাকরি ছেড়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি জনপ্রিয় ইংরেজি ও বাংলা সাময়িকী মডার্ন রিভিউ, প্রবাসী এবং শনিবারের চিঠি’তে সম্পাদনা কাজে যুক্ত ছিলেন। এরপর একসময় তিনি অল ইন্ডিয়া রেডিওর কলকাতা শাখার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দায়িত্ব নেন।

নীরদ চৌধুরী ম্যাক্স মুলারের জীবনী লিখে ১৯৭৫ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ লাভ করেন। এ ছাড়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘টু লিভ অর নট টু লিভ’, ‘সিভিল ইন্ডিয়া’, ‘কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ’, ‘দাই হ্যান্ড, গ্রেট এনার্ক’ ইত্যাদি।

সাতদিন/এমজেড

৪ জুন ২০১৫

প্রদর্শনী

 >  Last ›