সন্ধ্যা ৭ টা ৫০ মি, ৪ জুন, মাছরাঙা টিভি

ঘুনপোকা ও শেষ রাতের গল্প

পরিচালনা: তুহিন হোসেন
অভিনয়: মোশাররফ করিম, অন্তু করিম, কায়েস চৌধুরী


আদনান গোবেচারা টাইপের মানুষ। বড় কোম্পানির বড় পদে চাকরি করেও অতি সাধারণ জীবনযাপন করে। অফিসের গাড়ি ব্যবহার না করে সাইকেল চালিয়ে অফিসে যায়। তার সততা ও নিষ্ঠার কারণে মালিক খুব পছন্দ করে তাকে। মালিকের একমাত্র মেয়ে রিংকি উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত। ময়ূখ নামের এক ছেলেকে ভালোবাসে সে। এদিকে তার বাবা চিন্তা করে, আদনানের মতো ভালো ছেলের হাতে মেয়েকে তুলে দিয়ে তিনি নিশ্চিন্ত থাকবেন। রিংকি রাজি না হলেও অনেকটা জোর করেই আদনানেন সাথে মেয়েকে বিয়ে দেন। কিন্তু রিংকি তার ভালোবাসার মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। দুজন মিলে পরামর্শ করে, আদনানকে মেরে তারা পালিয়ে যাবে। একদিন আদনানের দুধের গ্লাসে বিষ মিশিয়ে ময়ূখের কাছে চলে যায় রিংকি। সেখানে গিয়ে ময়ূখের অন্য চেহারা দেখতে পায় সে। ময়ূখ আসলে আদনানেরই লোক। এমন গল্প নিয়ে এগিয়ে যায় টেলিফিল্ম ‘ঘুনপোকা ও শেষ রাতের গল্প’।


আসাদুজ্জামান সোহাগের রচনায় এটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন মোশাররফ করিম, অন্তু করিম, কায়েস চৌধুরী প্রমুখ। ৪ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।

সাতদিন/এমজেড

৪ জুন ২০১৫

নাটক

 >  Last ›