বিকাল ৪টা ৩০ মি, ৩ জুন, এসএ টিভি
অন্তরে মম’র এবারের ব্যক্তিত্ব
প্রবীণ অভিনেতা আব্দুল জলিল
প্রযোজনা: ইয়াকুব আলী মিঠু
সহকারী প্রযোজনা: জহির উদ্দিন রবিন
‘পিচ ঢালা এই পথটাকে ভালোবেসেছি’ গানটি শুনেননি এমন লোক বাংলাদেশে খুব কমই আছে বোধহয়। আর এই গান শোনার সাথে সাথে যে দৃশ্যটি মনে পড়ে যায় সেটি হল—ঢাকার ব্যস্ত রাজপথে ছুটে চলা এক যুবক। এই যুবকই গানটি গাইতে গাইতে চলছে পথে। এটি ‘পিচ ঢালা এই পথ’ সিনেমার দৃশ্য। আর সেই যুবকের ভূমিকায় যিনি অভিনয় করেছেন তাঁর নাম আব্দুল জলিল। এই প্রবীণ অভিনয়শিল্পীকে নিয়েই নির্মিত হয়েছে এসএ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘অন্তরে মম’র এবারের পর্ব।
আব্দুল জলিল খুব অল্প সিনেমাতেই অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র কাজী জহির পরিচালিত ‘ময়না মতি’। এ ছাড়া ‘পিচ ঢালা এই পথ’, ‘মধু মিলন’ প্রভৃতি সিনেমায় অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে প্রচার বিমুখ এই অভিনয়শিল্পীর অবদান অসামান্য।
গুণী ব্যক্তিত্বদের জীবন ও কর্মকে তুলে ধরতে এই আনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াকুব আলী মিঠু। সহকারী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন জহির উদ্দিন রবিন।
সাতদিন/এমজেড