রাত ১১ টা ৩০ মিনিট, গাজি টেলিভিশন

আনন্দ ভ্রমণের বিষয় ওয়াটার কিংডম

উপস্থাপনা: মিম
প্রযোজনা: এইচ এ এম রাজন


গাজি টেলিভিশনের ভ্রমণ বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ‘আনন্দ ভ্রমণ’। অনুষ্ঠানটির এবারের পর্বে দেখা যাবে ঢাকার আশুলিয়ায় অবস্থিত ফ্যান্টসি কিংডমেরই একটি অংশ ওয়াটার কিংডম নিয়ে প্রতিবেদন। ফ্যান্টাসি কিংডমের ১১টি রাইডের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ওয়াটার থিম পার্ক যার নাম ওয়াটার কিংডম। এই পার্কটি সব বয়সী মানুষের জন্য উন্মুক্ত। এখানে রয়েছে ওয়াটার স্লাইড, স্প্ল্যাশ পুল, রেস্টুরেন্ট, ডিজে শো, ড্যান্স জোনস এবং চ্যানজিং এরিয়া। জলের আনন্দে সময় কাটানোর সব ধরণের উপকরণই এখানে রয়েছে।


এইচ এ এম রাজনের প্রযোজনায় ‘আনন্দ ভ্রমণ’ অনুষ্ঠানটি রমজান মাসে গাজিটিভিতে প্রচারিত হচ্ছে প্রতি রবিবার রাত ৯টা ১৫ মিনিটে। অনুষ্ঠানটি পূনঃপ্রচার করা হয় পরবর্তী বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে। অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন মিম।

সাতদিন/এমজেড

২ জুলাই ২০১৫

ডকুমেন্টারি

 >  Last ›