সন্ধ্যা ৭টা ৩০ মি, ৪ জুন, কাস্পিয়ান, ঢাকা
নাভীদ’স কমেডি ক্লাবের আয়োজনে
নাভীদ মাহবুব ও মাজহারুল ইসলাম
নাভীদ কমেডি ক্লাবের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ঢাকার গুলশানে অবস্থিত কাস্পিয়ান পার্সিয়ান কুইজাইন (৪র্থ তলা আরএম সেন্টার, ১০১ গুলশান এভিন্যু)-এ আয়োজন করা হয়েছে ইংলিশ কমেডি শো-এর। এতে নাভীদ মাহবুবের সাথে অংশ নিবেন মাজহারুল ইসলাম। ৪ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে এই আয়োজন শুরু হবে। টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
উল্লেখ্য, নাভীদ মাহবুব ২০০৭ সালে আমেরিকার অরিজিনাল লাস ভেগাস কমেডি ফেস্টিভালে শ্রেষ্ঠ পুরুষ কমেডিয়ান খেতাব অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও আমেরিকা, যুক্তরাজ্য, স্পেন, ভারত, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায়কমেডি শো করেছেন। এনটিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্যা নাভীদ মাহবুব শো’ এর উপস্থাপক নাভীদ বাংলাদেশের সর্বপ্রথম কমেডি ক্লাব “নাভীদ’স কমেডি ক্লাব”-এর প্রতিষ্ঠাতা । তিনি বাংলাদেশের প্রায় সকল টেলিভিশন ও রেডিও চ্যানেলে কমেডি শো ও উপস্থাপনা করেছেন।
সাতদিন/এমজেড