রাত ১২টা ৫ মি, ৪ জুন, আরটিভি
আজম খান স্মরণে ফিডব্যাক
উপস্থাপনা: ইশিকা
প্রযোজনা: শাহ আমির খসরু
ফিডব্যাক সদস্যদের সঙ্গে পপগুরু আজম খানের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ট। ৫ জুন আজম খানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ফিডব্যাক গাইবে আরটিভির নিয়মিত লাইভ স্টুডিও কনর্সাট ‘আপন জুয়েলার্স মিউজিক স্টেশন’-এ। আজম খানকে স্মরণ করেই তাঁরা শ্রোতাদের পছন্দসহ নিজেদের পছন্দেরও গান করবেন মিউজিক স্টেশনে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৪ জুন বৃহস্পতিবার রাত ১২টা ৫ মিনিটে আরটিভিতে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহ আমির খসরু।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মডেল, উপস্থাপিকা ঈশিকা। এ সম্পর্কে ফিডব্যাকের সদস্য ফুয়াদ নাসের (বাবু) জানান, ‘পপগুরু আজম খান ছিলেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের অন্যতম পথিকৃৎ। ব্যান্ড সংগীতের যে জোয়ার তিনি সৃষ্টি করেছিলেন সে ধারা আজো অব্যাহত আছে। ব্যক্তিগভাবে পপগুরুর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল অনেক মধুর। দীর্ঘ সময় কাটিয়েছি এ গুণধর ব্যক্তির সঙ্গে। তাই আরটিভির মিউজিক স্টেশনে তাকে স্মরণ করেই আমরা গাইব।’
সাতদিন/এমজেড