রাত ৯টা ৪৫ মি, ৬ জুন, দেশ টিভি
বেলা অবেলা সারাবেলা' অনুষ্ঠানে সুজেয় শ্যাম
উপস্থাপনা: আসাদুজ্জামান নূর
দেশ টিভির ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে এবারের অতিথি হয়ে এসেছেন সংগীত পরিচালক ও শিল্পী সুজেয় শ্যাম। উপস্থাপনা করেছেন আসাদুজ্জামান নূর।
সুরকার এবং চলচ্চিত্রের সংগীত পরিচালক সুজেয় শ্যাম। মুক্তিযুদ্ধের সময় তিনি সাংস্কৃতিক যোদ্ধা হিসেবে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। কাজ করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। দেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত প্রথম গান ‘বিজয় নিশান উড়ছে ঐ’ যেটির সুর দিয়েছিলেন সুজেয় শ্যাম। এ ছাড়া তাঁর সুর করা জনপ্রিয় গাগুলোর মধ্যে রয়েছে ‘সালাম সালাম হাজার সালাম’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘আমারও দেশের মাটির গন্ধে’, ‘জন্ম আমার ধন্য হলো’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ ইত্যাদি।
সুজেয় শ্যামের জন্ম ১৯৪৬ সালে। সিলেট জেলায় তাঁর শৈশব কেটেছে। ছোটবেলা থেকেই লোকগানের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করতেন তিনি। তিনি ‘অবঞ্চাইত’, ‘বলবান’, ’৭১-এর ক্ষুদিরাম’, ’৭১-এর মা জননী’সহ বহু চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেছেন। চলচ্চিত্রে অবদানের জন্য পেয়েছেন তিনবার জাতীয় পুরস্কার।
দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য, প্রাজ্ঞ এবং বয়সী নাগরিকদের বর্তমান জীবন এবং অতীত কর্মকান্ডের কথোপকথন নিয়ে এ অনুষ্ঠানে সুজেয় শ্যাম তাঁর যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরবেন।
এছাড়াও থাকবে অতিথির বিগত দিনের সব কাজ, বর্তমান অবসরের ফুটেজ, তারকার কাছের মানুষদের মন্তব্য। অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে দেশ টিভিতে।