A PHP Error was encountered

Severity: Notice

Message: Trying to get property of non-object

Filename: models/sitemodel.php

Line Number: 273

ঢাকায় শ্রেয়া ঘোষালের কনসার্ট | সাতদিন

সন্ধ্যা ৭টা ৩০ মি, ৫ জুন, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা

ঢাকায় শ্রেয়া ঘোষালের কনসার্ট


বিশ্বব্যাপী জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল ঢাকায় এক কনসার্টে সংগীত পরিবেশন করবেন। এই কনসার্টে শ্রেয়া ঘোষালের সাথে আরও থাকছেন সংগীতশিল্পী ঋষিকেশ প্রমোদ রানাদে। ঢাকার খিলখেতে পূর্বাচল রোড সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা’তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্ট উপভোগের জন্য সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড’এর মধ্যে যেকোন একটি ক্যাটাফরির টিকেট কিনতে হবে। এসব টিকেটের মূল্য ৩৫০০ থেকে ১০০০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে। আপন জুয়েলার্স, ওয়েল ফুড, মানিয়াভার, দ্য মিরাশ, আল্ট্রাল্যাঙ্গুয়েজ, আল-বাক, আল-রাজ্জাক, চিটাগং এক্সপ্রেস, মেজবান বাড়ি, স্বপ্ন, হানি ডিউ’সহ বিভিন্ন স্থানে এই কনসার্টের টিকেট পাওয়া যাচ্ছে। টিকেটের জন্য ০১৬১৯৫৫৫৫৫৭ এই নাম্বারে কল করা যাবে।


উল্লেখ্য, ১৯৮৪ সালে কলকাতার বহরমপুরে জন্মগ্রহণ করা এই বাঙালী সংগীতশিল্পী ভারতীয় হিন্দী চলচ্চিত্রের জগতে সবচাইতে জনপ্রিয় প্লেব্যাক শিল্পীদের একজন। তাঁর কন্ঠে রয়েছে বহু জনপ্রিয় হিন্দী ও বাংলা গান। ভারতীয় টিভি চ্যানেল জিটিভি’র ‘সারেগামা’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় আসেন শ্রেয়া। ২০০২ সালে তিনি প্রথম ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে কাজ করেন। এর মধ্যে তিনি সাড়ে তিনশ’র বেশি চলচ্চিত্রে কন্ঠ দিয়েছেন।

সাতদিন/এমজেড

৫ জুন ২০১৫