রাত ৮ টা ৩৫ মি, ৫ জুন, মোহনা টিভি
স্টুডিও কনর্সাট ‘বসুধা নাইট’এ মিলন মাহমুদ
উপস্থাপনা: নুসরাত জাহান
প্রযোজনা: সৌমিত্র ঘোষ ইমন
দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে ফোনো লাইভ স্টুডিও কনসার্ট বসুধা বিল্ডার্স নিবেদিত‘‘বসুধা নাইট’’। আধুনিক, ফোক, ব্যান্ড সব ধরণের গানের শিল্পীদের নিয়ে মোহনা টিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের প্রতি পর্বে আমন্ত্রন জানানো হয় একজন জনপ্রিয় শিল্পীকে। অনুষ্ঠানে দর্শকদের পাশাপাশি জনপ্রিয় তারকারাও সরাসরি গানের অনুরোধ করে থাকেন। সেইসাথে আমন্ত্রিত শিল্পীর নিজের পছন্দের গান পরিবেশন করে শোনান। এবারের পর্বে সরাসরি গান ও আড্ডায় দেশের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে নিয়ে দর্শকদের মাতাবেন মিলন মাহমুদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত জাহান। সৌমিত্র ঘোষ ইমনের প্রযোজনায় স্টুডিও কনর্সাট ‘বসুধা নাইট প্রচারিত হয় সপ্তাহের শুক্রবার রাত ৮ টা ৩৫ মিনিট।