বিকেল ৩টা, ৫ জুন, চ্যানেল নাইন
টেলিফিল্ম জুলিয়া
পরিচালনা: গিয়াস উদ্দিন সেলিম
অভিনয়: রিতু সাত্তার, আজরা, আহমেদ রুবেল, আনোয়ার
জুলিয়া বাংলাদেশের স্বাশ্বত নারীর গল্প। যে কিনা স্বামীর দ্বিতীয় বিবাহের বলি হয়ে জীবন সংগ্রামে অবতীর্ণ হয়। পুরুষ শাসিত সমাজে সাধারণ এক গ্রাম্য বধুর অবস্থান থেকে নিজের স্বকীয় অবস্থানে ভ্রমন ইচ্ছু জুলিয়ার জীবন পরিক্রমা এই টেলিফিল্মের অন্যতম উপজীব্য।
চ্যানেল নাইনে বিকেল ৩টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘‘জুলিয়া’’। টেলিফিল্মটি রচনা এবং পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম এবং অভিনয় করেছেন রিতু সাত্তার, আজরা, আহমেদ রুবেল, আনোয়ার।