বিকাল ৫টা ৩০ মি, ৬ জুন, এসএটিভি
বেলাশেষে’র অতিথি
সালেহ মুজাহিদ, সিইও, ইস্টার্ন সিমেন্ট
প্রযোজনা: কাজী চপল
এসএ টেলিভিশনের সান্ধ্যকালিন আড্ডার অনুষ্ঠান বেলাশেষে’র অতিথি হিসেবে এবারের পর্বে থাকছেন কর্পোরেট জগতের পরিচিত মুখ সালেহ মুজাহিদ। তিনি ২০১৪ সালের মে মাস থেকে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিস লিমিটেড এবং ডরিন ডেভেলপমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ডেক্কো এসোসিয়েশন লিমিটেডের হেড অফ অপারেশন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ হতে মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করে সালেহ মুজাহিদ বহু বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছেন।
কাজী চপলের প্রযোজনায় ‘বেলাশেষে’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে নিয়েমিত প্রচারিত হয় প্রতিদিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
সাতদিন/এমজেড