রাত ৭টা ৪০ মি, ৫ জুন, মাছরাঙা টিভি
এ সপ্তাহের নাটক: আকাঙ্খা
রচনা: মাতিয়া বানু শুকু
পরিচালনা: ফাইজুল হক
অভিনয়ে: বন্যা মির্জা, তমালিকা কর্মকার, মাহমুদুল ইসলাম মিঠু
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে মার্সেল নিবেদিত এ সপ্তাহের নাটক ‘আকাঙ্খা’। মাতিয়া বানু শুকু’র রচনা এবং ফাইজুল হক’এর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন বন্যা মির্জা, তমালিকা কর্মকার, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
সাতদিন/এমজেড