সকাল ৮টা ৩০ মি, ৫ জুন, বাংলাভিশন

আযম খান স্মরণে বড়ভাই আলম খান

প্রযোজনা: খায়রুল বাবুই


৫ জুন পপ সম্রাট আযম খানের মৃত্যুবার্ষিকী। বাংলা পপসঙ্গীতে নতুন একটি ধারা সৃষ্টি করেছিলেন তিনি। আযম খানের অসংখ্য গান এখনও সমান জনপ্রিয়। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধাও। তার প্রয়াণ-দিবস উপলক্ষে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান দিন প্রতিদিনে অতিথি হয়েছেন আযম খানের বড়ভাই ও খ্যাতনামা সঙ্গীতব্যক্তিত্ব আলম খান। বলেছেন আযম খান সম্পর্কে নানা জানা-অজানা তথ্য, করেছেন ভাইকে নিয়ে স্মৃতিচারণ।

দিন প্রতিদিনের এই পর্বটি প্রচার হবে বাংলাভিশনে ৫ জুন শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে। প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।

৫ জুন ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›